Wednesday, November 26, 2014

এটা আমার পাড়ার চিত্র...

শীত আসতে না আসতেই পাড়ায় মহল্লায় শুরু হয়ে গেছে র‌্যাকেট (ব্যাডমিন্টন) খেলার ধুম । বিকেল হলেই মাঠে শিশু-কিশোর আর রাতে লাইট জ্বালিয়ে পাড়ার বড় ভাইয়েরা এক হাতে কর্ক , অন্য হাতে র‌্যাকেট দিয়ে সার্ফ করা । চারপাশ ঘিরে লোকজনের খেলা দেখা । শীতের অতি পরিচিত দৃশ্য এটা ।

কিন্তু আমাদের চাপাশে এমনও কিছু শিশু রয়েছে যাদের সাধ থাকলেও তাঁদের বাবা-মায়ের সাধ্যি নেই র‌্যাকেট খেলার উপকরণ কিনে দেবার । কারণ কারো মা আছে বাবা নেই, মা অন্যের বাসায় কাজ করছেন, কারো বাবা থাকলেও রিক্সা চালক কিংবা দিনমজুর । অভাবের সংসারে নুন আনতেই আন্তা ফোরায় । ছেলেকে কর্ক , র‌্যাকেট আর নেট কিনে দেবার সাধ্যি কই তাঁদের? আর সেই সব শিশুরা দুধের সাধ ঘোলে মেটাচ্ছে । কেউ কাঠের টুকরো দিয়ে বানিয়েছে র‌্যাকেট, কউ বা ফেলে দেয়া নষ্ট জুতু । আর পাড়ার বড় ভাইদের ফেলা দেয়া কর্ক আনছে চেয়ে...





Monday, November 24, 2014













ওরা কবে যাবে স্কুলে....???
ওদের জন্য কি আমাদের কিচ্ছু করার নেই...???




Wednesday, November 19, 2014



যদি মেঘলা ক্ষণে আকাশের জলে
কোনো অবলা আখিজল ঝরে,
আমার অভিমানী কিছু অনুভুতি
জীবন থেকে হারিয়ে যেয়েও ফিরে আসে...



এক বর্ষার কান্না চোখে ধরে রেখেছি
হৃদয় ভরে রেখেছি অভিমানের জলে
বুকের গভীরে ভালোবাসাও তুলে রেখেছি
সামনের শরতে তুমি আসবে বলে...